ভারত থেকে ২৪৬৯০ টন চাল আসছে বৃহস্পতিবার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-25 16:25:01

ভারত থেকে অন্তর্বর্তী সরকারের আমদানিকৃত ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চালের প্রথম চালন আসবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)।

বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি তানিশ ড্রিম নামে একটি জাহাজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। এটি অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান।

গত ১১ নভেম্বর ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত সেদ্ধ চালের এটিই প্রথম চালান।

জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related News