গৌরীপুরে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ময়মনসিংহের গৌরীপুরে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে গৌরীপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জানা গেছে, প্রায় চার দিন আগে গৌরীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ের প্রায় এক কাঠা জমি দখল করে টিনশেড স্থাপনার দোকান ঘর নির্মাণ করছিল প্রভাবশালীরা। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। এসময় টিনশেড দোকান ভেঙে রেলওয়ের জায়গা দখল মুক্ত করা হয়।
গৌরীপুর রেলওয় স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, প্রভাবশালীরা রেলওয়ের কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রেলওয়ের জমি দখল করে স্থাপনা তৈরি করছিল। আজকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ে স্টেশন সংলগ্ন যেসকল অবৈধ স্থাপনা রেলওয়ের জায়গায় রয়েছে তাদেরকে সরে যেতে নোটিশ করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে রেলওয়ের জমি দখল মুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়া মালামাল রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়া হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।