ব্যাপক দুর্নীতি দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে: বাণিজ্য উপদেষ্টা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-25 18:35:36

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, অবৈধ আর্থিক বহিঃপ্রবাহ, অলিগার্কের উত্থান, গুটিকয়েক ব্যক্তির হাতে সম্পদের কেন্দ্রীকরণ, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের ধ্বংস এবং ব্যাপক দুর্নীতি দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লুতে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি), চট্টগ্রাম শাখার আয়োজনে "বাংলাদেশের বিকশিত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে অভিগমন" শীর্ষক দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শেখ বশির উদ্দিন বলেন, ছাত্র-নাগরিক বিদ্রোহের মাধ্যমে গঠিত নতুন সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। এই নতুন যাত্রায় আইসিএমএবি থেকে গুরুত্বপূর্ণ অংশগ্রহণের আশা করছি।

এ সময় তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব দেন এবং আইসিএমএবির পেশাদারদের এই যাত্রায় সহায়তা প্রদানে উদ্বুদ্ধ করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম উদ্দিন, এনবিআর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান এফসিএমএ, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী এফসিএ এবং আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ।

সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান সম্মেলনের থিম পেপার উপস্থাপন করেন। সম্মেলন ও সেমিনার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শহিদ এফসিএমএ উদ্বোধনী বক্তব্যে অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান। সিবিসি চেয়ারম্যান প্রদীপ পাল এফসিএ, এফসিএমএ অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এনবিআর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান বলেন, জাতীয় কোষাগারকে শক্তিশালী করতে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সততার কোনো বিকল্প নেই।

বিএসআরএম চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী অর্থনৈতিক উন্নয়নে বৈচিত্র্যকরণ, প্রতিযোগিতা এবং পরিবেশগত বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে অর্থনীতি ও ব্যবস্থাপনার ওপর একাধিক গবেষণাপত্র উপস্থাপন করা হয়। আইসিএমএবির ফেলো ও এসোসিয়েট সদস্য, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ কর্পোরেট নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন।

Related News