কুষ্টিয়ায় ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম, কুষ্টিয়া | 2024-12-25 19:00:06

কুষ্টিয়ার ভেড়ামারায় র‌্যাবের অভিযানে মোঃ শ্যামল ইসলামকে (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত শ্যামল ইসলাম দৌলতপুর উপজেলার বাগুয়ান কান্দিপাড়া এলাকার মোঃ তোজাম বিশ্বাসের ছেলে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন পুরাতন উদ্দীপোন মোড়ের সামনে পাঁকা রাস্তার ওপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

র‌্যাব কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি মাদকের চোরাচালান আসছে। এমন খবরে একটি চৌকস আভিযানিক দল ভেড়ামারা উপজেলার পুরাতন উদ্দীপোন মোড়ের সামনে থেকে ১২ কেজি গাঁজাসহ মোঃ শ্যামল ইসলামকে আটক করা হয়।

আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Related News