চাঁদপুরের হাজীগঞ্জে চলন্ত সাইকেল থেকে পড়ে মো. জিহাদ হোসেন (১২) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ও স্ট্রোক করে মনির হোসেন নামে একজন মারা গেছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাউড়া গ্রামের বেপারীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোর ওই বাড়ির প্রবাসী মো. মাসুদ হোসেনের ছেলে। সে বাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
এ বিষয়ে জিহাদের মা ঝর্ণা বেগম জানান, জিহাদ মৃগী রোগে আক্রান্ত। তাছাড়া গত কয়েকদিন ধরে সে শারীরিকভাবে অসুস্থ। আজ (বুধবার) বিকালে সে সাইকেল নিয়ে বের হয়। পরে শিশুদের মাধ্যমে জানতে পারি জিহাদ সাইকেল নিয়ে পড়ে মাথা ফেটে গেছে এবং নাক-মুখে রক্ত বের হচ্ছে। পরে হাসপাতালে সে মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একই দিন উপজেলার ৯নং গন্ধব্যপুর ইউনিয়নের হরিপুর গ্রামে স্ট্রোক করে মনির হোসেন প্রকাশ নামে একজনের মৃত্যু হয়।
পরিবারের দাবী পূর্বে মারামারির ঘটনায় আহত হয়ে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। ওই ঘটনায় মাথায় আঘাত প্রাপ্ত হয়। গতকাল রাতে প্রচন্ড ব্যথায় তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় হাজীগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুরে প্রেরণ করেন।