গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত এক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2024-12-25 23:36:46

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ফাতেমা আক্তার (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়ে। এ ঘটনায় নিহতের বোন সেলিনা আক্তার(৫০) ও ভাগ্নি টুনি আক্তার (১৮) আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে সাড়ে ৭টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের ভারইল এলাকায় ঘটনাটি ঘটে। গফরগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত ফাতেমা আক্তার উপজেলার যশরা ইউনিয়নের বখুরা এলাকার আব্দুল কাদিরে স্ত্রী।

আহতরা হলেন উপজেলার ধোপাঘাট এলাকার নূরুল আমিনের স্ত্রী সেলিনা আক্তার ও মেয়ে টুনি আক্তার আহত হয়েছেন।

জানা যায় নিহত ফাতেমা আক্তার বোন সেলিনা আক্তার ও ভাগ্নি টুনি আক্তার গফরগাঁও পৌর শহর থেকে ডাক্তার দেখি বাড়ি অটোরিকশা দিয়ে ফিরছিলেন। ফেরার পথে গফরগাঁও-ভালুকা সড়কে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তারকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের ডাক্তার ফারহানা ফারুক বৃষ্টি বলেন সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে ফাতেমা আক্তারকে মৃত ঘোষণা করা হয় এবং আহত দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গফরগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এই বিষয়েে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related News