আখাউড়ায় রেলস্টেশন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

, জাতীয়

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2024-12-26 00:18:51

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গঙ্গাসাগর রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা (৪০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) বিকালে ৪টার দিকে আখাউড়া গঙ্গাসাগর রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ ।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন বলেন, বুধবার বিকালে আখাউড়া গঙ্গাসাগর রেলস্টেশন থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কিভাবে ওই নারী মারা গেছে এই বিষয়টি কেউ নিশ্চিত করতে পারেনি।

তিনি আরও বলেন, ওই নারীর পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত না হলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর লাশটি দাফন করবেন বলেও জানান তিনি।

Related News