অস্ত্রের মুখে অপহরণ ও লুট, ১৫ ঘণ্টায়ও ব্যবসায়ীর সন্ধান মেলেনি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2025-01-04 14:30:36

পটুয়াখালীর বাউফলে অস্ত্রের মুখে দুই কর্মচারীকে জিম্মি করে পাঁচ লাখ টাকা লুট এবং এক বিশিষ্ট ব্যবসায়ীকে অপহরণ করার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্রি এলাকায় এই ঘটনা ঘটে।

বিশিষ্ট ব্যবসায়ী সিবু বণিক দীর্ঘ ৫০ বছর ধরে কালাইয়া বন্দরে মুদি ও মনোহরী ব্যবসা করে আসছেন। তার ব্যবসায় নানা ধরনের পণ্য যেমন চাল, ডাল, আটা ইত্যাদি পাইকারি বিক্রি হয়ে থাকে।

এদিন রাতে ঘটনার সময় সিবু বণিক তার দোকানে টাকার হিসাব নিচ্ছিলেন। হঠাৎ করে ৮-১০ জন মুখোশধারী দুর্বৃত্ত অস্ত্রের মুখে দোকানে ঢুকে কর্মচারী শংকর ও তাপসকে বেঁধে ফেলে পাঁচ লাখ টাকা লুট করে নেয়। এরপর তারা সিবু বণিককে মুখ বেঁধে দোকানের পেছনের দরজা দিয়ে একটি ট্রলারে তুলে তেঁতুলিয়া নদীর দিকে চলে যায়।

এ ঘটনার ১৫ ঘণ্টা পরেও সিবু বণিকের কোনো সন্ধান মেলেনি। বাউফল থানার পুলিশ জানিয়েছে, তারা সিবু বণিককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। পুলিশ ও নৌপুলিশ একযোগে নদীপথে অভিযানে বের হয়েছে।

Related News