লন্ডন যাত্রায় শাহজালাল বিমানবন্দরে খালেদা জিয়া
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ১০ টা ৪৮ মিনিটে বিমানবন্দরে এসে পৌছান তিনি। এর আগেরাত দশটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ-৩১৯ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা থাকলেও সড়কে নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে প্রায় নির্ধারিত সময়ের চেয়েও একঘন্টা পরে তিনি বিমানবন্দরে পৌঁছান।
এই সুবাদে সাড়ে সাত বছর পর লন্ডনে ছেলে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হবে।
লন্ডনের চিকিৎসকরা সুপারিশ করলে খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রের জন হপকিনস ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হবে। চিকিৎসা শেষে তিনি কবে দেশে ফিরতে পারেন এ তথ্য জানাতে পারেননি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা।