ফরিদপুরে আরও এক রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2025-01-04 16:10:27

ফরিদপুরে গলাকাটা বস্তাবন্দি অবস্থায় মাটিতে পুঁতে রাখা আব্দুল হালিম শেখ (২৫) নামের আরও এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী পুলিশ। নিহত আব্দুল হালিম শহরের মধ্য আলীপুর এলাকার মৃত আব্দুর রব শেখের ছেলে।

শনিবার (৪ জানুয়ারী) দুপুরে ফরিদপুর শহরের গুহলক্ষীপুর মডেলটাউন এলাকা থেকে ওই রিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, 'গত মঙ্গলবার রিকশা চালক আব্দুল হালিম শেখ বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। কোথাও খুঁজে না পেয়ে পরিবার গতকাল শুক্রবার কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

হালিমের পরিবার জানায়, ওই এলাকার রনি নামে এক ব্যক্তির সাথে ওঠাবসা ছিল হালিমের। রনির বাসায় হালিমকে খুঁজতে গেলে তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হয়। আর এই সময় তারা একটি ঘরের দরজা না খোলায় আরও সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে একটি ঘরের ভিতরে কয়েক টুকরা করা অবস্থায় হালিমের রিকশা পাওয়া যায়। এরপর আশেপাশে খোঁজ করলে ওই বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখা হালিম শেখের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।'

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, 'মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের রিকশা একটি রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা নেওয়ার পর তাকে হত্যার পর বস্তাবন্দি করে মাটিতে পুঁতে রাখা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) সকালে পাশের এলাকা ভাটি লক্ষ্মীপুরে থেকে হুসাইন নামে ১৩ বছরের এক কিশোর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হুসাইনের বাড়ি শহরের চর টেপাখোলা ব্যাপারীপাড়া। তার বাবার নাম মৃত খোকা ব্যাপারী। মাত্র এক সপ্তাহ আগে তার বাবা মারা গেছেন। উপার্জনের অবলম্বন হিসেবে হুসাইনকে একটি নতুন রিকশা কিনে দেন আত্মীয়-স্বজনেরা। সেই রিকশা নিয়ে বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে খুন হন হুসাইন। এ সময় তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় খুনিরা।

Related News