গফরগাঁওয়ে দিনে-দুপুরে কৃষককে মারধর করে ৪ গরু লুট, ভিডিও ভাইরাল

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2025-01-05 02:56:29

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাংগাব গ্রামে দিনে-দুপুরে শামছুল ইসলাম (৭০) নামে এক কৃষককে মারধর করে ৪টি গরু লুট করে নিয়ে যায়। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর লুট হওয়া ৪ টি গরু উদ্ধার করে কৃষককে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

ভুত্তভোগী টাংগাব গ্রামের শামছুল ইসলাম (৭০) জানায়, সে একই গ্রামের আমানুল্লাহ এর কাছ থেকে দুইলাখ টাকা সুদে ধার নেয়। সে আমানুল্লাহকে লাভসহ দুই লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করে। সালিশ-দরবার করে বিষয়টি মধ্যস্থতা করে টাংগাব ইউনিয়নের ভরপুর গ্রামের বিএনপি নেতা ইসলাম উদ্দিন। মধ্যস্থতার বিনিময়ে বিএনপি নেতা ইসলাম উদ্দিন ও তার লোকজন শামছুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা দাবী করে। দাবীকৃত টাকা না পেয়ে গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১১ টার দিকে বিএনপি নেতা ইসলাম উদ্দিন (৪৫), ইমরান (৩৫), কাশেমের (৩৫) নেতৃত্বে ৫/৬ জন সশস্ত্র লোক শামছুল ইসলামের বাড়িতে এসে শামছুল ইসলামকে হুমকি দিয়ে যায়।

তিনি আরও বলেন বিকাল সাড়ে ৪টার দিকে ইসলাম উদ্দিন ও তার লোকজন আবার শামছুল ইসলামের বাড়িতে এসে ৫০ হাজার টাকা দাবী করে। দাবীকৃত টাকা পেয়ে তারা শামছুল ইসলামকে মারধর করে ৪টি গরু লুট করে নিয়ে যায় তার। প্রতিবেশী এক গৃহবধূ গোপনে ভিডিও করে। ভিডিও রাতেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দিনে-দুপুরে কৃষকের বাড়ি থেকে ৪টি গরু লুট হওয়ার ভিডিওিটি ভাইরাল হলে পাগলা থানা পুলিশ তৎপর হয়ে রাতেই ৪টি গরু উদ্ধার করে কৃষক শামছুল ইসলামকে বুঝিয়ে দেয়।
কৃষক শামছুল ইসলাম বলেন, পাগলা থানা পুলিশের তৎপরতায় ৪টি গরু ফেরত পেয়েছি।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন,শামছুল ইসলামের লুট হওয়া ৪টি গরু উদ্ধার করে তাকে ফেরত দেওয়া হয়েছে। ভুক্তভোগি মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার বলেন ভিডিওটা আমরা দেখা মাত্রই পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়া জন্য আহবান জানাই। সেই অনুযায়ী পুলিশ গরুগুলো উদ্ধার করে দিয়েছে। অভিযুক্তদের দলীয় কোন পদ নেই। বহু বছর আগে ওয়ার্ডের সদস্য ছিলো। তাই বহিস্কার করার মত অবস্থাতেই তারা নেই। তবে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবী আমরা জানাচ্ছি।

Related News