বিশ্ব ভ্রমণের স্বপ্ন নিয়ে বাংলাদেশে পর্তুগিজ নারী

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2025-01-06 01:46:41

বিশ্বের ইতিহাস, ঐতিহ্য নিজ চোখে উপভোগ করতে বিশ্ব ভ্রমণের স্বপ্ন নিয়ে বাইসাইকেল চালিয়ে ভারত ভ্রমণ শেষে বাংলাদেশে এসেছেন ২৮ বছর বয়সি পর্তুগিজ নারী মারা আলেকজান্ডার পারদোসা মারটুইস।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে তিনি ভারতের পেট্রাপোল চেকপোস্ট পার হয়ে বেনাপোল চেকপোস্টে আসেন।

এসময় বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ তাকে অর্ভ্যথনা জানিয়ে বাংলাদেশ ভ্রমণ ও দেশের দর্শনীয় স্থানের নানান তথ্য দেন।

বাংলাদেশী মানুষের আতিয়তায় মুগ্ধ এ বিদেশিনী বলেন, বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন জন তাকে ভীতিকর তথ্য দিলেও তিনি সাহস নিয়ে আসেন। একজন নারীর একাকী বিদেশ ভ্রমণের এমন সাহস অবাক করে সীমান্তবাসীদের।

বেনাপোলবাসী জানান, রোববার সকালে ভারত ভ্রমণ শেষে বেশ আনন্দ উচ্ছাস দিয়ে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখেন। এসময় তাকে অর্ভথনা জানাতে শুন্যরেখায় ছুটে আসেন ইমিগ্রেশন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। বাংলাদেশী মানুষকে কাছে পেয়ে আবেক আফ্লুত হয়ে জড়িয়ে ধরেন এ বিদেশিনী। স্মৃতি ধরে রাখতে এসময় ইমিগ্রেশন চত্বরে পড়ে যায় সেলফি তোলার হিড়িক।

মারা আলেকজান্ডার পারদোসা মারটুইচ বলেন, ছোট বেলা থেকে ভ্রমণ ও ছবি আঁকা তার নেশা। সেই স্বপ্ন থেকে সাহস জুগিয়েছে বিশ্ব ভ্রমণের। ২০২২ সালের ৩ ফেব্রুয়ারিতে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে ঘর ছাড়েন তিনি। বাংলাদেশ আসার আগে এপর্যন্ত তিনি ৪৭টি দেশ ভ্রমণ শেষ করেছেন। বাংলাদেশী মানুষ খুব ভাল। এদের আতিথিয়তা চিরদিন মনে থাকবে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া জানান, বাংলাদেশ ভ্রমণে আসা বিদেশিকে দ্রুত পাসপোর্ট আনুষ্ঠানিকতাসহ সব ধরণের সহযোগীতা করা হয়েছে।

তথ্য বলছে, বাংলাদেশের রয়েছে গৌরবময় ইতিহাস, ঐতিহ্য। তাই ভ্রমণ পিপাসু মানুষের কাছে দেশটি খুব প্রিয়। প্রতিবছর দর্শনীয় স্থান দেখতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসেন এদেশে।

Related News