বরিশালে ভোক্তা অধিকারের চাল ও তেলের বাজারে অভিযান

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

বরিশালে চালের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় আড়ত মালিকদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় এবং চালের ক্রয়-বিক্রয়ের রশিদও যাচাই করা হয়।

বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে বরিশাল নগরীর ফড়িয়া পট্টি এলাকার পাইকারি চালের বাজারে অভিযান শুরু হয়। এ সময় আড়তদারদের সচেতন করতে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি না করতে সতর্ক করা হয়।

বিজ্ঞাপন

ফরিয়াপট্টি এলাকার চালের আড়তদার আনোয়ার হোসেন জানান, সরু চালের দাম বৃদ্ধি পেয়েছে। তবে তার মতে, বৈশাখ মাসের পরে দাম নিয়ন্ত্রণে চলে আসবে। আনোয়ার হোসেন আরও দাবি করেন, বরিশালে চালের কোনো সিন্ডিকেট নেই এবং এসব গুজব হিসেবে তেমন কোনও সমস্যা নেই।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, চাল ক্রয়-বিক্রয়ের সময় পাকা রশিদ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যের দাম বৃদ্ধি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, শহরের বিভিন্ন বাজারেও অভিযান চলবে এবং ফড়িয়া পট্টির পাশাপাশি বাজার রোড, বাংলাবাজারসহ অন্যান্য বাজারও মনিটরিং করা হচ্ছে।

এদিকে, মেয়াদোত্তীর্ণ সরিষার তেল বিক্রির দায়ে বরিশাল নগরীর বাজার রোডের একটি পাইকারি দোকানিকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ২৮৮ লিটার তেল জব্দ করে তা বাজার কমিটির জিম্মায় রাখা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, কিছুদিন আগে নগরীর কেডিসি এলাকার খুচরা ব্যবসায়ী মো. বাদশা অভিযোগ করেন, যে তার কাছে ২০২৪ সালের জানুয়ারিতে মেয়াদোত্তীর্ণ সরিষার তেল বিক্রি করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে মেসার্স অন্নদাতা স্টোরে অভিযান চালিয়ে ওই তেল বিক্রির প্রমাণ পাওয়া গেছে। প্রয়োজনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের প্র্যাকটিসগুলোর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ৮ লিটারের ২৪টি এবং ১৬ লিটারের ৬টি টিনে ২৮৮ লিটার তেল পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ তেল বিক্রি এবং আড়তদারের দামের তালিকায় ঘষামাজা করার দায়ে জরিমানা আদায় করা হয় এবং অভিযোগকারীর ৮ লিটার তেল বাবদ ৩ হাজার ২২০ টাকা ফেরত দেওয়া হয়।