জামিন নিতে গিয়ে আ.লীগের ৩ নেতা কারাগারে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় জামিন নিতে গিয়ে কারাগারে পাঠানো হয়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ৩ আওয়ামী লীগ নেতাকে।

তারা হলেন- গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা (৪৮), দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসারফ হোসেন মূসা (৫১) ও গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নুরুল ইসলাম মোল্লা (৪৫)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম। বুধবার (৮ জানুয়ারি) রাজবাড়ী আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

তিনি জানান, গোয়ালন্দে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় এজাহার নামীয় ৩ জন আসামি বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ওই মামলার মোহাম্মদ আলী ১৩ নম্বর, মোসারফ হোসেন মূসা ২৩ নম্বর ও মো. নুরুল ইসলাম মোল্লা ৩৪ নম্বর আসামি ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৪ আগস্ট বেলা ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন গোয়ালন্দ রেলগেটের পাশে মসজিদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর গুলিবর্ষণসহ বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম বাদী হয়ে গত ১০ ডিসেম্বর ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে।