সাভারে দুই যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সে আগুন, নিহত ৪
জাতীয়
সাভারের পুলিশ টাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজনই পুড়ে মারা যান।
বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় রাত সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্স থেকে ধাক্কা দেয়া বাস ও পাশে থাকা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা চারজনই পুড়ে মারা যান।
৪৮ ঘণ্টা আগে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রেল ক্রসিংয়ের উপর ধাক্কা খেয়ে মারা যায় একটি মাইক্রেবাসের পাঁচ যাত্রী। ৪৮ ঘণ্টা পর দুপুর ১২টা ৩৫ মিনিট। ঘন ঘন হুইসেল দিতে দিতে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি ফরিদপুর সদরের গেরদা এলাকায় মুন্সিবাজার কাফুরা রেলের অরক্ষিত রেলক্রসিং পাড় হয়।
রেল ক্রসিং এর সামনে আজও ভিড় করেছিল কৌতূহলী অনেক নানা বয়সী মানুষ। তবে ট্রেনটি একাধিকবার হুইসেল দিলেও রেল কর্তৃপক্ষ কিংবা সড়ক বিভাগকে যানবাহনের চালকদের সতর্ক করার কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।
মুন্সীবাজার সংলগ্ন এই রেলক্রসিংটি বর্তমানে ব্যস্ত হয়ে উঠেছে। গোয়ালন্দ-তাড়াইল সড়কের ফরিদপুর সদরের গজারিয়া হতে মুন্সবিাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক পর্যন্ত এ সড়কটি। সড়ক বিভাগের মালিকানাধীন হলেও ১২ কিলোমিটার পথে অন্তত ছয়টি ঝুঁকিপূর্ণ বাক রয়েছে। জমি অধিগ্রহণের সময় এ বাঁকগুলির বিষয় বিবেচনা করলে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতো না।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রেল ক্রসিংয়ের দুই পাশে ১৬৫ মিটার করে জমি রেল বিভাগের। কিন্তু রেল ক্রসিংয়ের গা ঘেঁষে অন্তত ২০টি দোকান যেভাবে নির্মাণ করা হয়েছে তার ফলে ওই পথে চলাচলকারী যানবাহনগুলির চালকদের পক্ষে রেল আসা যাওয়া দেখা সম্ভব হয় না। বিশেষ করে ক্রসিং এর পশ্চিম পাশে মো. হাকিম ব্যাপারি নামে এক ব্যক্তি ইজারা নিয়ে মৎস্য খামারের নামে একটি একতলা পাকা ভবন নির্মাণ করেছে যা ক্রসিংয়ে দুর্ঘটনার অন্যতম কারণ। এছাড়া রেল লাইনের উত্তর ও দক্ষিণ পাশে রেল ক্রসিং এর দুই পাশে অন্তত ৫০০ মিটার অংশের কলাগাছসহ সব গাছ কেটে ফেলা প্রয়োজন। এই বিষয়ে ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সর্দার বলেন, এ সড়কটি দিনে দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ক্রসিং সংলগ্ন রেলের জায়গা খালি করা প্রয়োজন।
রেলক্রসিং-এ ট্রেনের সাথে মাইক্রোবাসের সাথে পাঁচজন নিহতের ঘটনার তদন্তে কোন কমিটি গঠন করেনি জেলা প্রশাসন। তবে গুরুত্বপূর্ণ এই রেলক্রসিং টি যাতে রেল বিভাগের অনুমোদনের আওতায় আসে এবং গেট ও গেটম্যান নিয়োগ দেওয়া হয় সে বিষয়ে উদ্যোগ নেবে জেলা প্রশাসন।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, মুন্সিবাজার রেল ক্রসিং-এ গেট ও গেট ম্যান নিয়োগ দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষকে চিঠি দেয়া হবে। এখানে একটি গেট দেওয়াসহ নিয়মিত গেটম্যানের পদায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ওই রেল ক্রসিং এর আশেপাশে যে দোকানগুলি রয়েছে সে জায়গার মালিকানা খতিয়ে দেখা হবে। যদি রেলের জায়গায় অবৈধভাবে এ দোকানগুলি নির্মাণ করা হয়ে থাকে তাহলে রেলের এ জায়গা পুনরুদ্ধার করার উদ্যোগ নেওয়া হবে। ফরিদপুরের মুন্সিবাজারে কাফুরায় মঙ্গলবার রেল ও মাইক্রোর দুর্ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। বুধবার রেলের সহকারী পরিবহণ কর্মকর্তাকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ্ সুফী মোহাম্মদ বলেন, একটি দুর্ঘটনায় পাঁচটি জীবন চলে গেল। এ দুর্ঘটনার কারণ নির্ণয়ে এ কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, তবে মুন্সী বাজার কাফুরা রেলক্রসিংয়ে গেট ও গেট ম্যান দেওয়ার আশু কোন পরিকল্পনা নেই। এ গেটগুলি দেওয়ার প্রয়োজন তা আমরা অনুধাবন করি। আমরা আমাদের চাহিদা অনুযায়ী প্রস্তাব পাঠাই, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন মেলে না।
কুমিল্লার চান্দিনায় মারুতির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় লামহা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে নিহতের মা আট মাসের অন্তঃসত্ত্বা রিয়া বেগম গুরুতর আহত হয়। এ ঘটনায় আরও তিন জন আহত হয়।
নিহত লামহা দেবিদ্বার উপজেলার মধ্যনগর গ্রামের মো. শাকিল হোসেনের মেয়ে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে লামহা ও তার মা মারুতি যোগে চান্দিনা থেকে বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। যাত্রাপথে মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হল এলাকায় পৌঁছালে মারুতি যান্ত্রিক সমস্যা দেখা দেয়।দাঁড়ানো মারুতি কে পিছন দিক থেকে আসা যাত্রীবাহী বাস(এশিয়া এয়ারকন) ধাক্কা দেয়। এতে মারুতি থেকে ছিটকে পড়ে লামহা ও তার মাসহ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লামহা কে মৃত ঘোষণা করে। অন্যদিকে, নিহতের মা রিয়া বেগম কে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের ফুফা রিয়াদ হোসেন জানান, সকালে নিহতের মা রিয়া বেগম তাকে নিয়ে চান্দিনায় ডাক্তার দেখাতে যায়।উনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।ডাক্তার দেখিয়ে মারুতি যোগে চান্দিনা থেকে বাড়ি যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।এতে তার একমাত্র সন্তান নিহত হয়।অন্তঃসত্ত্বা রিয়া বেগমের অবস্থা সংকটাপন্ন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কাউশিক আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ থানার লাশ ঘরে রাখা হয়েছে। ঘটনার পরপরই ঘাতক বাসটির চালক পালিয়ে যায়। তবে বাসটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে, কবে এবং কীভাবে ঘোষণাপত্র পাঠ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মাহফুজ আলম বলেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে একটু দেরি হবে হয়তো, তবে খুব বেশি দেরি হবে না।
তিনি বলেন, আগামী সপ্তাহ থেকেই প্রোক্লেমেশন ইস্যুতে সব রাজনৈতিক দলের সঙ্গে অফিশিয়ালি আলোচনা শুরু করবে সরকার। এবং প্রোক্লেমেশনে ফ্যাসিবাদ বিরোধী সবার অবদান স্বীকার করা হবে। এছাড়া ৭২ এর সংবিধানের ব্যাপারে সরকার সবার সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে কাজ করবে।
মাহফুজ আলম বলেন, জুলাই প্রোক্লেমেশন সবার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। শুধু রাজনৈতিক দলই নয়, গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ হবে। সরকার নিজে কোনো ঘোষণাপত্র দেবে না, এটা শিক্ষার্থী ও সব পক্ষের সঙ্গের আলোচনা করেই দেয়া হবে।
মোঃ মারুফ ইসলাম তালুকদার (প্রিন্স) আহ্বায়ক, মোঃ নাজমুল হাসান রেজাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মোঃ আরিফ আলীকে সদস্য সচিব করে ১৭১ সদস্য বিশিষ্ট জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নতুন এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে নতুন কমিটি অনুমোদন দিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলে দফতর থেকে জানানো হয়েছে।