সাবেক এমপি শফিউল ইসলাম তিন দিনের রিমান্ডে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় রউফ নামে এক যুবক নিহতের মামলায় ঢাকা১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মামলাটির তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আল মাহমুদ শরীফ আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিন রিমান্ডের আবেদনে করেন।

বিজ্ঞাপন

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম মিলি আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।

গত ৮ জানুয়ারি ঢাকায় গ্রেপ্তার হন শফিউল। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় রউফ নামে এক যুবক নিহতের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন ৭ নং সেক্টরে গুলিতে নিহত হন ভিকটিম রউফ। এ ঘটনায় তার ভাই শাকিব হাসান গত ৮ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার ৭ নং এজাহারনামীয় আসামি শফিউল ইসলাম মহিউদ্দিন।

বিজ্ঞাপন