রাজশাহীর ৭ থানায় বিএনপির নতুন কমিটি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগর বিএনপির সাতটি থানায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা ও সদস্যসচিব মামুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটি অনুযায়ী বোয়ালিয়া থানা (পূর্ব) শাখার আহ্বায়ক হয়েছেন আশরাফুল ইসলাম নিপু। এছাড়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং সদস্যসচিব হয়েছেন মো. আলাউদ্দিন।

বিজ্ঞাপন

বোয়ালিয়া থানা (পশ্চিম) শাখার আহ্বায়ক শামশুল হোসেন মিলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ আলী ও সদস্যসচিব হয়েছেন বজলুজ্জামান মহন।

নগরীর মতিহার থানা শাখায় একরাম আলীকে আহ্বায়ক করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতিয়ার মাহমুদ বাবুকে ও আল মামুন বাবুকে সদস্যসচিব করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক হয়েছেন মিজানুর রহমান মিজান। আর সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ উল হাসান লিটন এবং সদস্যসচিব করা হয়েছে আমিনুল ইসলামকে।

অন্যদিকে, শাহ মখদুম থানা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন সুমন সরদার। এ থানায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাহিদ হাসান এবং সদস্যসচিব মনোনীত হয়েছেন নাসিম খান।

কাশিয়াডাঙ্গা থানা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন মাইনুল ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবু আলম খান উজ্জ্বলকে। আর সদস্যসচিব হয়েছেন মজিউল আহসান হিমেল।

এ ছাড়া চন্দ্রিমা থানার নতুন কমিটিতে ফাইজুল হক ফাহি আহ্বায়ক, টিপু সুলতান সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মনিরুল ইসলাম জনি সদস্যসচিব মনোনীত হয়েছেন।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা বলেন, নগরীর সাত থানায় বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এসব থানায় আগামী তিন মাসের আগেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, গত বছরের ২৩ অক্টোবর এই সাত থানা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। নতুন কমিটিতে আগের কমিটির অনেকেই পদ হারিয়েছেন। কারও কারও পদে রদবদল হয়েছে।