চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি জুয়েল, সেক্রেটারি মুমিনুল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-06 02:24:58

ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। সদস্যদের ভোটে কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তানজির হোসেন জুয়েল। আর সদস্যদের সর্বসম্মতিক্রমে সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মুমিনুল হক।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে নগরীর ডিসি রোড এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয় আর ইসরা ভবনে শাখার সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয় এবং পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি মনোনীত হয়।

নবনির্বাচিত সভাপতি তানজির হোসেন জুয়েল এর আগে চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি জেনারেল, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Related News