ফেনীতে জেলাপ্রশাসন ও ট্রাফিক বিভাগের অভিযান, ৪৮ হাজার টাকা জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী | 2025-01-06 21:27:53

ফেনীতে অবৈধ ফুটপাত দখল ও যত্রতত্র পার্কিং বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জেলা ট্রাফিক বিভাগ। এতে জরিমানা, সতর্কীকরণসহ বেশকিছু গাড়ি ট্রাফিক পুলিশে হস্তান্তর করা হয়। অভিযানে জেলাপ্রশাসন ও ট্রাফিক বিভাগ কর্তৃক ১৮টি মামলায় ৪৮হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ট্রাংক রোডে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

জেলাপ্রশাসন সূত্রে জানা গেছে, জেলাপ্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সর্বমোট ৪ মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে সবগুলো সড়ক পরিবহন আইনের মামলায় জরিমানা করা হয়।

জেলা ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক পুলিশ কর্তৃক ১৪টি মামলায় ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা ট্রাফিক পরিদর্শক ( প্রশাসন) এস এম শওকত হোসেন বলেন, শহরকে যানজট মুক্ত করতে এবং অবৈধ ফুটপাত দখল ও যত্রতত্র পার্কিং বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে এবং ট্রাফিক পুলিশ কর্তৃক ১৪টি মামলায় ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গাড়িগুলো ট্রাফিক পুলিশের হেফাজতে রয়েছে, মামলা ছাড়িয়ে গাড়ি নিয়ে যাবে।

Related News