ফেনীতে পরীক্ষা দিতে এসে গ্রেফতার হলেন ছাত্রলীগ কর্মী

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ফেনী | 2025-01-06 22:07:37

ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ইফতেখার মুনতাসির অধীর (২০) নামে ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তাকে ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওয়াকিল আহমেদ শিহাব হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহজনক আসামী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে আসলে এ ঘটনা ঘটে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার মুনতাসির ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্ট ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী। তিনি ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া আড়িধন ভূঁইয়া বাড়ির মৃত ইয়াসিনের ছেলে।

জানা গেছে, ইফতেখার মুনতাসির অধীর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার সময় তার উপস্থিতির একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থীরা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় তিনি ৪ আগস্ট মহিপালে হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।

ফেনী মডেল থানা উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন বলেন, আন্দোলনে ওয়াকিল আহমেদ শিহাব হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা মামলায় সন্দেহজনক আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Related News