মেহেরপুরে ট্রাক চাপায় কিশোরের মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর | 2025-01-08 19:23:57

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওলিনগর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিপন আলী (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছ তার খালাতো ভাই খোকন (২৩)। 

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিপন আলী গাংনী উপজেলার চিৎলা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিপন আলী ও তার খালাতো ভাই খোকন মোটরসাইকেল যোগে গাংনী থেকে বামন্দিরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওলিনগর নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি সবজি বোঝাই ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে। আহত খোকনকে বামন্দিরে একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানে স্টাইল জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

Related News