সাভারে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নবীনগর এলাকা থেকে অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে চেতনানাশক দ্রব্য।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধায় ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো, মানিকগঞ্জের ঘিউর থানার সাহাদাৎ, ফারুক চৌধুরী মাসুম, আবদুল রাজ্জাক, গাজীপুরের দেলোয়ার হোসেন ও হবিগঞ্জের চুনারোঘাটের কাউছার মিয়া।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, বিভিন্ন সময়ে মহাসড়কে যাত্রীদের চেতনানাশক দ্রব্য ব্যবহার করে লুটপাট করে অজ্ঞান পার্টি বা মলম পার্টির সদস্যরা। এধরনের ঘটনায় ভুক্তভোগীদের অনেকেই নি:স্ব হয়েছেন। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়ান্দা তৎপরতা চালায় ডিবি পুলিশ। তারই ধারাবাহিকতায় আজ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চেতনানাশক দ্রব্য জব্দ করা হয়েছে।