রাঙ্গুনিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-09 14:11:45

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইট বোঝাই ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিরণ দে (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী-সন্তানসহ চারজন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী ভূমি অফিসের সামনে কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিরণ দে নগরের চান্দগাঁও মোহরা এলাকার অতুল দে’র ছেলে। তিনি পরিবার নিয়ে পটিয়ায় বসবাস করতেন। দুর্ঘটনায় আহতরা হলেন- তার স্ত্রী অঞ্জনা দে (৪৫), ছেলে অনিক দে (১৮), মেয়ে রুবি দে (৭) ও অটোরিকশা চালক মো. তারেক (৩০)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি থেকে ফেরার পথে ইছাখালী ভূমি অফিস এলাকায় ইট বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গুরুতর অবস্থায় হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক কিরণ দে’কে মৃত ঘোষণা করেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related News