অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারসহ গ্রেফতার ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ১টি ড্রেজারসহ ২জনকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার মাচগাজীর এলাকার আব্দুল মান্নানের ছেলে মোঃ সাহাবুদ্দিন খাঁন(৫০) ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর এলাকার মৃত আফতাব মোল্লার ছেলে মোঃ আরিফুল ইসলাম হেলাল(৩৫)।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিন।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এবং দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে এসআই মোঃ মাসুদ রানা, এসআই মেহেদী হাসান অপূর্ব সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জানুয়ারি) মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর শুনে তারা অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি ড্র্রেজার ও ২জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত ড্রেজারটি আমাদের হেফাজতে আছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।