বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
আজ ঐতিহাসিক ১০ই জানুয়ারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশপ্রত্যাবর্তন দিবস।
২৯০ দিন পাকিস্তানের কারাগারে বন্দী থাকার পর লন্ডন ও ভারত হয়ে ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে পা রেখেছিলেন তিনি।
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। এরপর কারাগারে এক বিচারের মাধ্যমে পাওয়া শাস্তি মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষায় ছিলেন তিনি।
কারাগার থেকে ফিরে লন্ডনে এক সংবাদ সম্মেলনে শেখ মুজিব জানিয়েছিলেন, "আমি ফাঁসির অপেক্ষায় কনডেমড সেলে বন্দী ছিলাম। যেদিন থেকে আমি জেলে গিয়েছিলাম, সেদিন থেকে জানতাম না আমি বেঁচে থাকব কি না। আমি মানসিকভাবে মরতে প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম বাংলাদেশ স্বাধীন হবে।"
এরপর লন্ডন থেকে ভারত হয়ে ১০ জানুয়ারি বিকেলে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করেন তিনি। হাজার হাজার ভক্ত ভালোবাসা দিয়ে স্বাগতম জানান তাকে। এরপর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেন।
এর দুই দিন পর ১২ জানুয়ারি তিনি বাংলাদেশের প্রধামন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হবে।
এছাড়া টুঙ্গিপাড়ায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে দলটি। এর পাশাপাশি আলোচনা সভা, দুঃস্থদের মধ্যে খাবার ও গরম কাপড় বিতরণ করার কর্মসূচিও গ্রহণ করেছে তারা। তবে কোথায় আলোচনা হবে তা জানায়নি।
সূত্র: দ্যা ডেইলি স্টার