দেশে ভিক্ষা করার লোক থাকবে না: ধর্ম উপদেষ্টা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2025-01-09 15:51:19

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ঠিক মতো যাকাত আদায় করা গেলে আগামী দশ বছর পর দেশে ভিক্ষা করার লোক পাওয়া যাবে না।

প্রতিবছর ২৭ হাজার কোটি টাকা যাকাত আদায় সম্ভব উল্লেখ করে ইতিমধ্যে বিজ্ঞ আলেম-ওলামার সমন্বয়ে যাকাত বোর্ড গঠন করা হয়েছে বলে জানান তিনি।

বুধবার (৮ জানুয়ারি) রাত ১১টায় উখিয়া উপজেলা সদর সংলগ্ন সিকদারবিল গ্রামে মাদরাসাতুন নুর আয়োজিত ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন উপদেষ্টা। 

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ।

কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ, উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী সহ আরও অনেকেই সম্মেলনে উপস্থিত ছিলেন। 

Related News