রাজবাড়ীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2025-01-10 12:32:36

রাজবাড়ীতে চোরাই মোটর সাইকেল ও চুরির কাজের ব্যবহৃত সরঞ্জামাদিসহ ২জন চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর সদস্যরা।

শুক্রবার (১০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মফিজুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলো মাগুরা জেলার সদর উপজেলার দড়িমাগুরা কারিগড় পাড়া গ্রামের আঃ রশিদের ছেলে রমজান বিশ্বাস(৩২) ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৈশাল পালপাড়া গ্রামের অসিত রায়ের ছেলে অনিক রায়(২৬)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালীনগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মফিজুল ইসলাম বলেন, কতিপয় মোটর সাইকেল চোর চোরাই মোটর সাইকেল নিজেদের হেফাজতে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম বিকেল ৪টা ২০মিনিটের দিকে কালুখালী উপজেলার কালীনগর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল শেখের বসতবাড়ি থেকে ২টি চোরাই মোটর সাইকেল ও মোটর সাইকেল চুরির সরঞ্জামাদিসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related News