ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারী আটক

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2025-01-10 18:14:36

ময়মনসিংহের গৌরীপুরে জাহাঙ্গির আলম সবুজ নামের এক ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে করেছে গ্রামবাসী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে তাদের আটকের পর যৌথবাহিনীর মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়। পরে মামলা দায়েরের পর শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বোকাইনগর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে বিপুল মিয়া (২০) ও নরসিংদীর সদর থানার গোদারিয়া গ্রামের মো. গাজীর ছেলে মো. শেখ সাদী (২৪)।

স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বোকাইনগর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে জাহাঙ্গির আলম সবুজ (৪৪) পেশায় মোবাইল ব্যাংকিং বিকাশ এর ব্যবসায়ী। স্থানীয় কালীবাড়ি বাজারে তার দোকান রয়েছে। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীরা মারধর করে সাথে থাকা ৮০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় সবুজের ডাক-চিৎকার শুনে গ্রামবাসী ছুটে এসে দুই ছিনতাইকারীকে আটক করে। খবর পেয়ে যৌথবাহিনীর একটি দল দুই ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে জাহাঙ্গির আলম সবুজ বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ছিনতাইয়ে অভিযুক্ত দুজনকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, স্থানীয় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী সবুজের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সবুজ বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। দুজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Related News