রাঙামাটিতে অবৈধ ৩ ইটভাটা ধ্বংস, জরিমানা আদায়

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হাইকোর্টের নির্দেশনানুসারে রাঙামাটির কাউখালী উপজেলায় অভিযান পরিচালনা করে তিনটি ইটভাটা বন্ধ করে দেওয়ার পাশাপাশি জরিমানাও আদায় করেছে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ জানুয়ারি) দিনব্যাপী এই অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লির আগুন নিভিয়ে এবং এলজিইডির সহায়তায় এস্কেভেটর দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করে ফেলা হয়েছে।

কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

নির্বাহী কর্মকর্তা জানান, কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামের জেবিএম ব্রিকস, আদর্শগ্রামে এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামে এমএন্ডসি ব্রিকস মালিককে ৫০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ইটভাটাগুলো বন্ধ করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ।