সেন্টমার্টিনে বাংলাদেশ নৌবাহিনীর শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2025-01-10 22:33:31

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দ্বীপবাসীকে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শুক্রবার (১০ জানুয়ারি) দিনব্যাপী বাংলাদেশ নৌপরিবার কল্যাণ সংঘের পক্ষ থেকে কমান্ডার বিএন ফ্লিট এর ব্যবস্থাপনায় এসব কার্যক্রমের তথ্য জানায় আইএসপিআর।

আইএসপির থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নৌবাহিনী ফরওয়ার্ড বেইজ সংলগ্ন এলাকায় বসবাসকারী সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র ২৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর পাশাপাশি উক্ত জাহাজের মেডিকেল টিম বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজ মাঠে চিকিৎসা সেবা প্রদান করে। দিনব্যাপী এ ক্যাম্পেইনে দ্বীপের বিভিন্ন বয়সের শিশু, নারী-পুরুষরা চিকিৎসা সেবা গ্রহণ করে। এছাড়াও তাদের মাঝে বিনামূল্যে ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনী সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় জনগনের স্বাস্থ্য সুরক্ষাসহ যে কোন সহায়তায় নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে

Related News