নরসিংদীতে শিক্ষককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, নরসিংদী | 2025-01-12 15:13:32

নরসিংদীতে ভাটপাড়া এনসি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ময়নাল হোসেনকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া বাজারে পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এসময় বর্তমান শিক্ষার্থীদের সাথে সাবেক শিক্ষার্থীরাও অংশ নেয়।

শিক্ষার্থীরা জানায়, ভাটপাড়া এনসি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ময়নাল হোসেন বাড়ি নির্মাণ করছেন। এই বাড়ি নির্মাণ কাজে জুয়েল ঘোষ নামে এক ব্যাক্তি চাঁদা দাবি করছিলেন। তিনি বাড়ি নির্মাণ কাজের সামগ্রী সরবরাহ করতে চাইছিলেন কিন্তু ময়নাল হোসেন তাতে রাজি হয়নি।

এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে জুয়েলের নেতৃত্বে সোহাগ, ফরিদ মিয়া, রিপনসহ অজ্ঞাত কয়েকজন ময়নাল হোসেনের উপর হামলা করে। এসময় তাকে ও ছেলেকে মারধর করে। পরে বিষয়টি বিদ্যালয়ে জানালে শিক্ষকরা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ময়নাল হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে মাধবদী থানার লিখিত অভিযোগ দায়ের করেন।

শিক্ষার্থীরা শিক্ষককে মারধরের বিচারের দাবিতে সড়কে নেমে আসে। তারা অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানায়।

এ সময় তারা গাছের খন্ড, টায়ার জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের উভয় পাশে প্রায় দশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।  পরে দুপুর দেড়টায় ঘটনাস্থলে এসে সেনাবাহিনী অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়।

স্কুলের প্রধান শিক্ষক মাসুদ মিয়া জানান, এই স্কুলের শিক্ষক মনোয়ার হোসেন এর সাথে যে ঘটনা ঘটেছে তা খুবই অমানবিক এবং দুঃখজনক। আমরা চেষ্টা করেছি সেটি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য কিন্তু কিন্তু জুয়েল ঘোষ এত রাজি না হওয়ায় ছাত্ররা বিচারের দাবিতে সড়ক অবরোধ করে। সবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর বিচারের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।

Related News