ফরিদপুরের মধুখালীতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2025-01-12 16:39:52

ফরিদপুরের মধুখালী উপজেলার ছকড়িকান্দি নামক স্থানে মুক্তা পরিবহন নামে এক যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুর-যশোর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো বাঁধন দাস (২৭) ও প্রান্ত সরকার (১৯)। নিহতদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার উত্তর শোভারামপুর এলাকায় (অম্বিকাপুর রেল ব্রিজের পাশে)। তারা সম্পর্কে শালা দুলাভাই।

প্রান্তর চাচা সুশীল সরকার বলেন, আমার ভাই গোকুল সরকারের ছেলে প্রান্ত সরকার। সে এসএসসি পাস করেছে। ফরিদপুর মহাবিদ্যালয় কলেজে প্রথম বর্ষে পড়ে।

আর বাঁধন প্রান্তর বড় বোন পূজার স্বামী। বাঁধনের গ্রামের বাড়ি মাগুরা হলেও বিয়ের পর থেকে তিনি শশুর বাড়িতে থাকতেন। বাঁধনের পিতার নাম সাধন দাস। তাদের বাড়ি মাগুরার পূর্বাশা সিনেমা হলের পাশে। বাঁধন ফরিদপুর চকবাজার রাধাকৃষ্ণ বস্ত্রালয়ে তার ভাইরা ভাই প্রদীপের সাথে ব্যবসা করতেন।

সকালে বাঁধন ও প্রান্ত বাড়ি থেকে ঘুরতে বের হয়। তবে তারা মাগুরা যাচ্ছিলো কিনা তা সঠিক জানা নেই।

মুধখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান জানান, মুক্তা পরিবহন বাসটি মাগুরা থেকে ফরিদপুর আসছিল অপরদিকে ফরিদপুর থেকে মোটরসাইকেলটি মাগুরা মুখে ছিল। দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা করতে পারে। এ ধরনের দুইজনের মৃত্যু হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, হাইওয়ে পুলিশ এখানে চেকপোস্ট বসিয়ে গণহারে গাড়িতে তল্লাশির করছিল। এ সময় ওই দুই মোটরসাইকেল আরোহী দ্রুতগতিতে ওই এলাকা অতিক্রম করার সময় আকস্মিকভাবে পুলিশ রাস্তার উপরে থামানোর নির্দেশ দেয়। দ্রুতগতির কারণে পুলিশকে এড়িয়ে পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের নিচে চাপা পড়ে। মুক্তা পরিবহন নামের ওই বাসটি মোটরসাইকেলটিকে প্রায় ২০০ মিটার টেনে হেঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ সড়কে পুলিশের কারণেই মারা গেছে শ্যালক-দুলাভাই। এসময় পুলিশের সাথে স্থানীয় বিক্ষুব্ধ জনতার ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, আমাদের চেকপোস্ট দুর্ঘটনাস্থল থেকে দূরে ছিল। জনতা যে অভিযোগ তুলেছে তা সত্য নয়। দুর্ঘটনার সংবাদ পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়।

Related News