ভোমরা স্থলবন্দরে আদা আমদানি বেড়েছে ১৩ হাজার টন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা | 2025-01-13 13:24:35

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আদা আমদানি হয়েছে ৪১ হাজার ১৬৩ টন। যার বাজার মূল্য ছিল ৪৮৮ কোটি ৬৭ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই সময় ৩০৫ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের ২৭ হাজার ৯২৬ টন আদা আমদানি করা হয়েছিল। আগের তুলনায় চলতি বছরে আমদানি বেড়েছে ১৩ হাজার ২৩৭ টন।

সোমবার (১৩ জানুয়ারি) ভোমরা স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

ভোমরা বন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু হাসান বলেন, ‘এ প্রতিষ্ঠানে গত ছয় মাসে অন্তত ৩০-৩৫ শতাংশ আদা আমদানি বাড়ানো হয়েছে। আমদানি বাড়ায় সাতক্ষীরার বাজারে আদার দাম কমেছে। এক মাসের ব্যবধানে পণ্যটির দাম কমেছে কেজিতে ৬০-৭০ টাকা। ’

গতকাল (১২ জানুয়ারি) সাতক্ষীরা জেলা সদরের বাণিজ্যিক মোকাম সুলতানপুর বড় বাজারের পাইকারি ও খুচরা মসলা বিক্রি প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে আদা খুচরা বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি দরে। এ সময় প্রতিষ্ঠানটিতে পণ্যটির পাইকারি দর ছিল কেজিপ্রতি ৭০ টাকা। তিন-চার সপ্তাহ আগেও এ প্রতিষ্ঠানে পাইকারিতে প্রতি কেজি আদার দাম ছিল ১৪০ টাকা, খুচরায় যা ছিল ১৫০-১৬০ টাকা।

সপ্তাহ ব্যবধানে আদার দামের তারতম্যের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল হাকিম বলেন, সম্প্রতি জেলার বাজারে আদা সরবরাহ অনেক বেড়েছে। ফলে পণ্যটির দাম কমে এসেছে।

সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, আদাসহ সম্প্রতি সব ধরনের মসলার দাম কমেছে। তাছাড়া বাজারে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে যেন কোনো ব্যবসায়ী পণ্যে বাড়তি মুনাফা না করতে পারে।

Related News