ডিএনসির ডিসপ্লেতে ভেসে উঠলো ‘ভয়ঙ্কররূপে ফিরে আসবে ছাত্রলীগ’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের ভবনে মাদক বিরোধী সচেতনতায় লাগানো ডিসপ্লেতে ‘ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে’ লেখা ভেসে উঠেছে। এ ঘটনায় ইতোমধ্যে অধিদপ্তরে তোলপাড় শুরু হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের দক্ষিণ কার্যালয়ের ছাদের বাইরে দিকে একটি ডিসপ্লে আছে। যেখানে মাদককে না বলুন কিংবা মাদকবিরোধী নানা শ্লোগান ২৪ ঘন্টা লেখা দেখাতে থাকে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, 'কমিটি এ বিষয়ে তদন্ত করে জানাবে।'

বিজ্ঞাপন

এর আগে গেন্ডারিয়া কাঠেরপুল এলকায় রোববার দিবাগত ভোররাতে এই ঘটনা ঘটে। রাতেই পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

এ ছাড়া, গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহেদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত পরিচালক শওকত ইসলামকে ফোন দিয়ে পাওয়া যায়নি।

উল্লেখ্য এর আগেও কমলাপুর স্টেশন, খুলনা রেল স্টেশনসহ কয়েকটি জেলায় সরকারি অফিস কিংবা অধিদপ্তরের এ ধরনের ডিসপ্লেতে নিষিদ্ধ ছাত্রলীগের শ্লোগান ভেসে উঠার অভিযোগ রয়েছে।