ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2025-01-13 20:02:52

ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় আবু সাঈদ (৯) নামে এক মাদ্রাসা শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। 

নিহত শিক্ষার্থী ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রশিবপুরা গ্রামের আব্বাস শেখের ছেলে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকালে মালিগ্রাম-কালামৃধা ফিডার সড়কের আজিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঘারুয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য এস এম শহিদ।

তিনি জানান, শিশু শিক্ষার্থী আবু সাঈদ রাস্তা পারাপারের সময় কালামৃধা থেকে মালিগ্রামগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ইউপি সদস্য আরো জানান, ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে যায়, তার খোঁজ নেওয়ার চেষ্টা চলছে।

Related News