পৌরসভার ময়লার গাড়িচাপায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার ময়লার গাড়িতে চাপা পড়ে মো. আলামিন মিয়া (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ছয়বাড়িয়া ময়লা ডাম্পিং এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলামিন জেলার সরাইল উপজেলার আইড়ল গ্রামের সালাম মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বলেন, প্রতিদিনের মতো ট্রাক্টরে (ময়লার গাড়ি) করে ময়লা ডাম্পিং স্টেশনে যান আলামিন। সেখানে ময়লা অপসারণের একপর্যায়ে চালক দ্রুতগতিতে গাড়িটি পেছনে নিতে গেলে তিনি চাপা পড়েন। এসময় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আসা সহকর্মী এবং স্বজনরা জানান, লাইসেন্সবিহীন চালক আমির হোসেনের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা চালকের বিচারের পাশাপাশি নিহতের পরিবারকে সহায়তার দাবি জানান।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।