রাজবাড়ীতে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2025-01-15 09:28:20

রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) চেকপোস্টে ফেনসিডিলসহ ইসমাইল হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।

গ্রেফতারকৃত মাদক বিক্রেতা ইসমাইল যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার মৃত তাইজুল ইসলামের ছেলে।

বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার এসআই রফিকুল ইসলাম লিটন।

ডিবি সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৫টার দিকে ডিবি এসআই রফিকুল ইসলাম লিটন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের খানখানাপুরে হযরতের চায়ের দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে এ কে ট্রাভেলস যাত্রীবাহী বাস থেকে ২৯ বোতল ফেনসিডিলসহ ইসমাইলকে গ্রেফতার করা হয়। 

এ বিষয়ে এসআই রফিকুল ইসলাম লিটন জানান, গ্রেফতারকৃত ইসমাইলের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আরো একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সে একজন মাদক বিক্রেতা।

Related News