শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) প্রতিরোধে মুখে মাস্ক ব্যবহারসহ ৭ ধরণের সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১৫ জানুয়ারি) বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বিমানবন্দরে আসা যাত্রী, স্টেকহোল্ডারদের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নির্দেশনা জারি করেন।
এতে বলা হয়, চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে এই ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশেষ করে ১৪ বছরের কম বয়সী শিশু, ৬৫ বছর বা তার ঊর্ধ্ব বয়সী ব্যক্তি, দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি, গর্ভবতী নারী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে ঝুঁকি বাড়ছে। বিমানবন্দরে আগত যাত্রী এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংক্রমণ প্রতিরোধে নির্দেশনাসমূহ:
১। মাস্ক ব্যবহার করুন।
২। হাঁচি-কাশির সময় টিস্যু বা বাহু দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন।
৩। ব্যবহৃত টিস্যুটি ঢাকনাযুক্ত বিনে ফেলুন এবং সাবান-পানিতে হাত ধুয়ে নিন।
৪। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন।
৫। ঘন ঘন সাবান ও পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিন।
৬। অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করবেন না।
৭। জ্বর, কাশি, শ্বাসকষ্ট হলে বাড়িতে অবস্থান করুন এবং প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে আগত যাত্রীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালিত হবে।