রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের অ্যাপ্রোচ ‘শোভনীয়’ না: নুর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-16 17:03:43

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে সর্বদলীয় বৈঠকে এসে সরকারের সমালোচনা করে নুর গণ অধিকার পরিষদের নুরুল হক নুর বলেছেন, রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের অ্যাপ্রোচ ‘শোভনীয়’ না।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

তিনি বলেন, আজকে একটা ঐতিহাসিক মিটিং, দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে এই জাতীয় সংলাপ বা সর্বদলীয় বৈঠক। কিন্তু রাত ১০টা পর্যন্ত কোনো রাজনৈতিক দল জানেই না এই সংলাপের বিষয়ে। কেউ কেউ পেয়েছে ক্ষুদে বার্তা। বিভিন্ন কোম্পানি বা কর্পরেট প্রতিষ্ঠানের মতো এসএমএস পাঠিয়েছে। কেউ কেউ তো এসএমএস দেখেই না। এই মিটিং এর ইনভাইটেশন নিয়ে অনেকে ক্ষুব্ধ হয়েছে। অনেকে মনে করছে এইটা তাদের জন্য অসন্মানজনক এবং অশোভনীয়। এমন এপ্রোচ তো সকারের থাকা উচিত না।

তিনি আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করবো রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করার জন্য যে প্রটোকল, ডেকোরাম মেইনটেইন করতে পারে তাদেরকেই যেন দায়িত্ব দেয়া হয়।

ঘোষণাপত্র দেয়া খুবই প্রয়োজন জানিয়ে নুর বলেন, ইতিহাসে একসময় যারা হিরো, ইতিহাস পরিবর্তন হলে তারা আবার ভিলেন হয়ে যায়। বাংলাদেশেও আমরা এমন দেখেছি। এই আন্দোলনটা সময়ের প্রয়োজনে হয়েছে এতে অনেকের ত্যাগ আছে, লড়াই সংগ্রাম রয়েছে। এগুলো অনেকে অন্যভাবে ব্যবহার করতে পারে, অস্বীকার করতে পারে, প্রতিপক্ষ দমনে ব্যবহার করতে পারে তাই এর একটা সাংবিধানিক ও আইনি ভিত্তি যেন এই সরকার দেয়। যেটা পরবর্তী সরকারগুলো সমর্থন করবে। এজন্য ঘোষণাপত্র দেয়া প্রয়োজন আছে। এটা সরকারের আরও আগে করা উচিত ছিল।

Related News