সবাই জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা অনুভব করেছে: গোলাম পরওয়ার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-16 19:13:34

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে সবাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা অনুভব করেছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করার জন্য সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলাম। সেখানে রাজনৈতিক দলের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। আপনারা জানেন যে, সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে একটা খসড়া পাঠানো হয়েছে। আজকের আলোচনায় প্রত্যেক দলের এবং বিশিষ্টজনের মতামত চাওয়া হয়েছে। তবে বিস্তারিত আলোচনা হয়নি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একটা কথা মোটা দাগে বলতে পারি, প্রত্যেকটি দল একটা ঘোষণাপত্র হওয়া প্রয়োজন সেটা অনুভব করেছে। তবে তাড়াহুড়ো করলে ৫ই আগস্টে গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে ঘোষণাপত্র তৈরীতে ভুলভ্রান্তি হতে পারে। সময় নিতে হবে। রাজনৈতিক দল ও বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে মতবিনিময় করতে হবে। জুলাই অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষাকে ধারণ করে, অভ্যুত্থানের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, স্বাধীনতার পূর্বাপর ইতিহাসসহ সবকিছু মিলিয়ে একটা সুলিখিত ঘোষণাপত্র কিভাবে তৈরি করা যায় সে আলোচনা হয়েছে। আমরা আলাদা আলাদাভাবে প্রস্তাবনা দিব। পরবর্তীতে সবগুলোকে একত্র করে একটি সুন্দর ঘোষণাপত্রে রুপান্তরিত করা হবে।

তিনি বলেন, তবে খুব বিলম্ব করে অন্য কোন অরাজকতা, অন্য কোন ষড়যন্ত্রের সুযোগ যারা চক্রান্তের জন্য অপেক্ষা করে তারা যেন না পায়। দেরি না করে এই উদ্যোগ দ্রুত শুরু করা উচিত। সরকারের একজন উপদেষ্টা দায়িত্ব নিয়ে বলেছেন, উনারা আমাদের মতামতগুলো পর্যালোচনা করবেন। একটা হোমওয়ার্ক করার পরে আমাদের সাথে দ্বিতীয় ধাপে আমাদের সাথে আবার বসবেন।

Related News