রাজবাড়ী জেলার গোয়ালন্দে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে গ্রেফতার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুটি ড্রেজার জব্দ করেছে তারা।
রোববার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ এনামুল হক।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ হোসেন, আবু তালেব, সাইদুল খান, ইমাম হোসাইন, সামাদ শেখ ও মুতছালিন বাহাদুর।
নৌ পুলিশ জানায়, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে শুক্রবার বিকালে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ এনামুল হক, এসআই মেহেদী হাসান অপূর্ব, এসআই মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়। এসময় দুইটি ড্রেজারসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত দুটি ডেজারের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা বলে সূত্রটি জানান।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ এনামুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।