জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভা শুরু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-01-19 14:50:00

প্রয়াত রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শুরু হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে এ আলোচনা সভা শুরু হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, ড.খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত থাকবেন দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল, কৃষকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন থানা ও ইউনিটের নেতাকর্মীরা এ আলোচনা সভায় যোগ দিয়েছেন।

Related News