গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে সংস্কার কমিশন গঠন হয়েছে: কামাল আহমেদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

সংস্কার কমিশন গঠন হয়েছে/ছবি: সংগৃহীত

সংস্কার কমিশন গঠন হয়েছে/ছবি: সংগৃহীত

কার্যকর প্রেস কাউন্সিল গঠনের মাধ্যমে সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে মন্তব্য করে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা সংরক্ষণ ও সমৃদ্ধ করতে প্রেসকাউন্সিল গঠন করা হলেও বিগত দিনে তা বাস্তবায়ন হয়নি।

রবিবার ( ১৯ জানুয়ারি) দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি স্থায়ী মিডিয়া কমিশন গঠন এবং নির্যাতিত-নিপীড়িত সাংবাদিকদের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোর সুপারিশমালা তুলে ধরার কথা জানান।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, সুস্থ প্রতিযোগিতা না থাকলে গণমাধ্যমের স্বাভাবিক বিকাশ সম্ভব না। দেশে ব্যক্তি-ব্যবসায়িক স্বার্থে বা রাজনৈতিক প্রভাব খাটানোর জন্য সংবাদমাধ্যমকে ব্যবহারের প্রবণতা প্রবল। দেশের গণমাধ্যমকর্মীদের জন্য ন্যূনতম একটি বেতনের নিশ্চয়তা থাকা দরকার। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা যদি না থাকে, তাহলে তাদের স্বাধীনভাবে কাজ করার মানসিকতা থাকবে না।

বিজ্ঞাপন

কামাল আহমেদ বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠান নিজে যেহেতু ভালোভাবে চলছে না, সঠিকভাবে চলছে না, তখন তার কর্মীদেরকেও বঞ্চিত করছে। সেখানে অনেকগুলা কারণ রয়েছে। তার একটা হলো অনেক বেশি সংখ্যক গণমাধ্যম প্রতিষ্ঠান। অনেক বেশি সংখ্যক পত্রিকা। অনেক বেশি সংখ্যক টেলিভিশন। এগুলোর মধ্যে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা নেই। প্রতিযোগিতামূলক পরিবেশ নেই। পরিবেশটা এমনই, যেখানে যার যত রাজনৈতিক ক্ষমতা আছে, যার যত কালো টাকার দাপট আছে, সে তত বেশি লাভবান হচ্ছে, তত বেশি শক্তিশালী হচ্ছে এবং যেহেতু রাজনৈতিক ক্ষমতা রয়েছে, তার টাকার প্রভাব রয়েছে, সে কারণে তার গণমাধ্যমের ওপরে প্রভাবটা জোরালো ও শক্তিশালী। তার বিরুদ্ধে সাংবাদিকরা কিছু করতে পারছি না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতিআরা নাসরীনসহ অন্যরা। রংপুর বিভাগের আর জেলার প্রায় ২০০ গণমাধ্যম কর্মী এ সভায় অংশ নেন। সভায় সাংবাদিকরা গণমাধ্যম সংস্কার কমিশনের কাছে তাদের বিভিন্ন প্রস্তাব এবং ধারণা তুলে ধরেন।