রোয়াংছড়িতে গুলিতে আহত সেই নারী মারা গেছেন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বান্দরবান | 2025-01-19 19:02:36

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার হিমাগ্রীপাড়ায় গুলিতে আহত নারী উমেপ্রু মারমার মারা গেছেন। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল পাঁচ দিন চিকিৎসার পর শনিবার (১৮ জানুয়ারি) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের দেবর অমিত তঞ্চঙ্গ্যা বলেন, গতকাল সকাল থেকে তলপেটে গুলিবিদ্ধ উমেপ্রু মারমার অবস্থার অবনতি হতে থাকে। রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তার মরদেহ এখনো চট্টগ্রামের হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ প্রথমে বান্দরবানের বালাঘাটায় তার শ্বশুরবাড়িতে আনা হবে। সেখান থেকে বান্দরবান-ওয়াইজংশন-রুমা সড়কের হিমাগ্রীপাড়ায় নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে।

নিহত উমেপ্রুর ভাই উসাইমং মারমা বলেন, তার বোন হিমাগ্রীপাড়ায় তাঁদের বাড়িতে (বাবার বাড়ি) দুই মেয়ে নিয়ে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে খামারে যাওয়ার পথে হঠাৎ ছুটে আসা গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। তবে কে বা কারা কেন তাকে গুলি করেছে, তা তারা জানতে পারেননি। বোনের মা হারা দুই মেয়ে এখনো হিমাগ্রীপাড়ায় তাদের বাড়িতে রয়েছে। বড় মেয়ে নবম শ্রেণিতে ও ছোট মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে।

রোয়াংছড়ি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কোনো মামলা হয়নি। পরিবারের লোকজন এলে হত্যা মামলা করা হবে। তখন তদন্তে জানা যাবে কে বা কারা তাকে গুলি করেছে।

Related News