মাইকে ঘোষণা দিয়ে মাজারে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৩

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-26 12:59:33

নরসিংদী সদর থানার নজরপুর ইউনিয়নের মসজিদে জুম্মার নামাজ শেষে মাইকে ঘোষণা দিয়ে ৩টি মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় মাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গ্রেফতাররা হলেন- মুফতী আল-আমীন (৪৫), মো. আব্দুল ওয়াদুদ (৪০), মো. আব্দুল গাফফার (৩৮)।

প্রেস উইং জানায়, মসজিদে জুম্মার নামাজ শেষে মাইকে ঘোষণা দিয়ে গ্রেফতার আসামিদের নেতৃত্বে ১০০ থেকে ১২০ জন ব্যক্তি নরসংদীর ৩টি মাজারে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় মামলা হলে জড়িত ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

Related News