রাষ্ট্র সংস্কার প্রস্তাব তৈরিতে বিএনপির ৬ কমিটি

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ঢাকা | 2024-10-17 07:04:38

রাষ্ট্র মেরামতে একটি পূর্ণাঙ্গ যুগোপযোগী সংস্কার প্রস্তাব তৈরি করতে ছয়টি শক্তিশালী কমিটি গঠন করেছে বিএনপি। সংবিধান, নির্বাচন কমিশন ব্যবস্থা, পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রস্তাব তৈরি করতে এই ছয় কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দুর্নীতি দমন কমিশন সংস্কারে দায়িত্বপ্রাপ্তদের ছাড়া বাকি ৫টি কমিটির আহ্বায়ক ও সদস্যদের আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিএনপি।

বিএনপি কেন্দ্রীয় দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সংবিধান সংস্কার কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। এ কমিটিতে সদস্য রাখা হয়েছে ৬ জনকে। নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কারের আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে। সদস্য রাখা হয়েছে ৪ জনকে। পুলিশ সংস্কার কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদকে। সদস্য রাখা হয়েছে ৪ জনকে। জনপ্রশাসন সংস্কার কমিটিতে আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে। সদস্য করা হয়েছে ২ জনকে। বিচার বিভাগ সংস্কার কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে। সদস্য রাখা হয়েছে ৬ জনকে। তাদের সবাইকে বুধবার আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।

এছাড়াও দুর্নীতি দমন কমিশন সংস্কারেও একটি কমিটি করা হয়েছে। তাদেরকেও চিঠি দেওয়া হবে।

সূত্রমতে, কমিটিগুলো তাদের কার্যক্রম দু-একদিনের মধ্যে শুরু করবেন। কমিটির কার্যক্রম শেষ হওয়ার পর সেগুলোকে একত্রিত করে প্রস্তুত করা হবে দলের পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাব। এরপর তা জনসমক্ষে প্রকাশের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধানসহ সরকারের ছয়টি সংস্কার কমিশনের কাছে উপস্থাপন করা হবে।

Related News