গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দিতে হবে: আমীর খসরু

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-06 17:03:27

বাংলাদেশে জনগণের মালিকানা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে অতিদ্রুত নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (০৬ নভেম্বর) বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংসহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নিয়েছে কিন্তু দেশে এখনো লেভেল ফ্লিড তৈরি হয়নি। হাসিনা বলেছিলো গণতন্ত্রের উপরে উন্নয়ন। আমরা বলবো নতুন কোনো বায়না নয় গণতন্ত্র ও দেশের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, জনগণের ম্যাডেন্ড নিয়ে আসতে হবে। যতদিন বাংলাদেশ থাকবে, গণতন্ত্র থাকবে, সংবিধান থাকবে দেশের মানুষ থাকবে ততদিন সমাজে সংস্কার চলমান থাকবে। অনেক সংস্কার জাতীয় ঐকমত্যের হবে সেগুলো সংস্কার হবে। সংস্কার কাজ এই সরকার শুরু করতে পারে কিন্তু শেষ করতে পারে না। নির্বাচনের রোডম্যাপ দেখতে পারবে তখনই সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে সবকিছুর ধোঁয়াশাও কেটে যাবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ৭ নভেম্বর দেশের পটপরিবর্তন হয়। সব পটপরিবর্তন মানুষ মনে রাখে না। ৭ নভেম্বর বাংলাদেশের সব পরিবর্তন করেছেন। জনগণ জিয়াউর রহমানকে মহানায়ক বানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেন, সংবিধান সংশোধন করতে পারে নির্বাচিত সরকার। কোনো ব্যক্তি কলমের খোচায় সংবিধান পরিবর্তন করতে পারে না। নির্বাচিত সরকার এসে সংবিধান সংশোধন করবে। তাই দ্রুত নির্বাচন দিতে হবে।

আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীগের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিশেষ অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদসহ ঢাকা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Related News