মিরসরাইয়ে ‘আধিপত্য বিস্তারকে’ ঘিরে বিএনপির দু'পক্ষের সংঘর্ষ, আহত ১০

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-11-22 20:40:20

চট্টগ্রামের মিরসরাইয়ে এলাকায় ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দলটির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার নিজামপুর এলাকায় এ সংঘর্ষ হয়।

দলটির স্থানীয় নেতাকর্মীরা জানান, নিজামপুর বাজারে সরকার বাড়ির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের অনুসারীদের সঙ্গে স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিমের অনুসারী নেতাকর্মীদের গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ঝামেলা শুরু হয়। যা শুক্রবারে সংঘর্ষে রূপ নেয়।

মিরসরাই উপজেলার বিএনপি যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন সেলিম জানান, পরিকল্পিতভাবে নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। স্থানীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ ও তার পরিবারের মহিলা সদস্যদের গায়ে তারা হাত তুলেছে। দলীয় বিশৃঙ্খলা যারা করেছে দলের রীতি অনুযায়ী তদন্ত করে তাদের বিচার হওয়া উচিত।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বার্তা২৪.কমকে বলেন, পূর্বের বিরোধের জের ধরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জনকে আহতবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জেনেছি। আরও কয়েকজন হালকা কিল ঘুষিতে আহত হয়েছে। এখন পরিস্থিতি শান্ত। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

Related News