রাজশাহীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর হক মন্টুকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নগরীর ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বজলুর হক মন্টু রাজশাহী মহানগরের একজন সক্রিয় রাজনৈতিক নেতা। সম্প্রতি মহানগরে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। সেই ঘটনার জের ধরেই এ হামলা চালানো হয়েছে।
এরশাদ আলী ঈশা জানান, বজলুর হক মন্টুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তার অবস্থা সংকটাপন্ন। তবে, কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখার চেষ্টা চলছে। আসলাম গ্রুপের সাথে একটি প্রোগ্রামে কিছু গন্ডগোল হয়েছিল। এটি তাদের কাজ কিনা, সেটি আমরা তদন্ত করছি।
এদিকে ঘটনাটি জানার পরপরই পুলিশ তৎপর হয়েছে। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।