আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়: এ্যানি

বিএনপি, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2024-11-24 17:24:52

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিএনপিসহ সমমনা সব দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসার কোনো সুযোগ নেই। নয়তো পরাজিত আওয়ামী লীগ সুযোগ নিয়ে আবার দেশে বিশৃঙ্খলা করতে পারে। কারণ তারা ষড়যন্ত্রে লিপ্ত। ছাত্রদের আহ্বানে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি পালিয়ে গিয়ে এখন আবার ষড়যন্ত্র করছেন।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের আউটার মাঠে মাসব্যাপী দেশীয় শিল্প ও পণ্য মেলায় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চায়নি। ভারতে বসে বলতেছে, যেকোনো সময় চলে আসবো। তারা আমাদেরকে থ্রেট করছে। পুরো জাতি ও বাংলাদেশের জনগণকে থ্রেট করছে।

এ্যানি আরও বলেন, একসময় আওয়ামী লীগ মিছিল করেছে। এখন তারা সেই মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। আমরা যারা লড়াই-সংগ্রাম, অত্যাচারিত-নির্যাতিত, গুম-খুনের শিকার হয়েছি, যদি আমরা এখন সজাগ না থাকি, তারা এ বিপ্লবকে নস্যাৎ করে ফেলবে।

বিএনপির শীর্ষ এ নেতা আরও বলেন, ভবিষ্যৎ বাংলাদেশটাকে সুন্দর করে ধরে রাখতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশটাকে দেখতে চাই সুন্দর বাংলাদেশ হিসেবে। আমি বিএনপির একজন দায়িত্বশীল ব্যক্তি। এ দায়িত্ব কি আমার একা? আমি কি আমার জন্য আন্দোলন করেছি? না। বিএনপি আন্দোলন করেছে দেশ ও দেশের জনগণের জন্য। ছাত্র-জনতার আন্দোলন ও দেশের জন্য। সুতরাং বিএনপির টার্গেট ও ছাত্রদের টার্গেট একই সূত্রে গাঁথা। আমাদেরকে একই লক্ষ্যে পৌঁছতে হবে।

বাফুফের সহসভাপতি ও লক্ষ্মীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর নিমন্ত্রণে আয়োজিত দেশীয় শিল্প ও পণ্য মেলায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ প্রমুখ।

Related News